• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

বেক্সিমকো ফার্মার এমডি পদ থেকে পদত্যাগ করবেন নাজমুল হাসান পাপন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০২৪, ১১:৫০ এএম
বেক্সিমকো ফার্মার এমডি পদ থেকে পদত্যাগ করবেন নাজমুল হাসান পাপন

ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ  করবেন নাজমুল হাসান পাপন।

রোববার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রী পরিষদে যোগদানের জন্য তিনি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ  করবেন।

সূত্র আরও জানায়, নব-গঠিত বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পাবার ফলে বেক্সিমকো ফার্মার এমডি পদ থেকে পদত্যাগ করবেন তিনি।

উল্লেখ, নাজমুল হাসান পাপন ২০০৯ সালে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন

এমটিআই

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!