• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

৬ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স জানুয়ারিতে


নিজস্ব প্রতিবেদক  ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৮:৫০ পিএম
৬ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স জানুয়ারিতে

ঢাকা: চলতি বছরের প্রথম মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার। যা গত ছয় মাসে সর্বোচ্চ। এর আগে গত বছরের জুন মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ডলার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে মোট প্রবাসী আয় এসেছে ২১০ কোটি ১০ লাখ ডলার। এর আগে গতবছরের ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ডলার ও নভেম্বরে এসেছিল ১৯৩ কোটি ডলার।

গতবছর দেশে প্রবাসী আয় এসেছিল ২ হাজার ১৯০ কোটি ডলার। ২০২২ সালে এসেছিল ২ হাজার ১৩০ কোটি ডলার। এর মানে, ২০২৩ সালে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩ শতাংশ। এর আগে ২০২১ সালে ২ হাজার ২০৭ কোটি ডলার, ২০২০ সালে ২ হাজার ১৭৩ কোটি ডলার ও ২০১৯ সালে ১ হাজার ৮৩৩ কোটি ডলারের প্রবাসী আয় আসে।

এদিকে, গতকাল বুধবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, গতবছর মোট ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ বাংলাদেশি বিভিন্ন দেশে অভিবাসন করেছেন, যা ২০২২ সালের তুলনায় ১৩ শতাংশ বেশি। ২০২২ সালে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জন কর্মী অভিবাসন করেছেন। গত ৪৮ বছরের মধ্যে গত বছরে সর্বোচ্চ অভিবাসন হয়েছে, যা একটি মাইলফলক। গত বছর ৭৬ হাজার ৫১৯ জন নারী কর্মী কাজের জন্য বিদেশে গেছেন। ২০২২ সালে এটি ছিল ১ লাখ ৫ হাজার ৪৬৬ জন। অর্থাৎ নারী কর্মী অভিবাসন প্রবাহ ২৭ দশমিক ৪৫ শতাংশ কমেছে।

এমএস

Wordbridge School
Link copied!