ঢাকা : চলতি বছরের জানুয়ারিতে রপ্তানি ১১ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৫ দশমিক ৭২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মূলত পোশাক ও অন্যান্য পণ্যের রপ্তানি বাড়ায় এই অগ্রগতি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাগ তথ্য অনুযায়ী, জুলাই-জানুয়ারি সময়ের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫২ শতাংশ বেড়ে ৩৩ দশমিক ২৬ বিলিয়ন ডলার হয়েছে।
তবে ইপিবির তথ্য থেকে জানা গেছে, জানুয়ারির রপ্তানি মাসিক লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলারের চেয়ে শূন্য দশমিক ৬৯ শতাংশ কম।
একইসঙ্গে জুলাই-জানুয়ারির রপ্তানি আয় ৩৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ২৮ শতাংশ কম।
এমটিআই
আপনার মতামত লিখুন :