• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশ থেকে আরও পণ্য নিতে চায় ইইউ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৫, ২০২৪, ১২:৪৫ পিএম
বাংলাদেশ থেকে আরও পণ্য নিতে চায় ইইউ

ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

ঢাকা : ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে আরও বেশি বাংলাদেশী পণ্য রপ্তানি হোক এমনটাই চায় জোটভুক্ত দেশগুলো।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে এক বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বৈঠক শেষে হোয়াইটলি বলেন, বর্তমানে বাংলাদেশ ও ইইউ’র মধ্যে ২৪ বিলিয়ন ইউরোর বানিজ্য রয়েছে। এটা আরও বাড়ানো হবে।

একইসাথে, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

হোয়াইটলি জানান, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হবার সময়সীমা ২০২৬ সালে শেষ হলেও ২০২৯ সাল পর্যন্ত স্বল্পোন্নত রাষ্ট্রের সুযোগ সুবিধা পেতে অনুরোধ করেছে বাংলাদেশ, যা ইইউ বিবেচনা করছে।

এ সময় ২০২৬ সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের গ্র্যাজুয়েশন যেন সহজ হয় সে ব্যাপারে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন হোয়াইটলি।

এমটিআই

Wordbridge School
Link copied!