• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রিজার্ভের প্রভাবে মুনাফা কমেছে সামিট পাওয়ারের


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১২:৫২ পিএম
রিজার্ভের প্রভাবে মুনাফা কমেছে সামিট পাওয়ারের

ফাইল ছবি

ঢাকা: সামিট পাওয়ার লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। 

কোম্পানি সূত্রে এই তথ্য জানা যায়, সামিট কর্তৃপক্ষ জানিয়েছে, মূলতঃ টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রভাবে কোম্পানির নিট মুনাফা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ব্যাপকভাবে কমে গেছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সামিট পাওয়ারের সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা, যা আগের বছর ৩ টাকা ৮৭ পয়সা ছিল। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৭ টাকা ৪ পয়সা, যা আগের বছর ৫ টাকা ৯১ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ২ পয়সা।

আগামী ১৮ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!