• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ফ্লোরপ্রাইস প্রত্যাহারে গ্রামীণ ফোনের বড় দর পতন


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০২৪, ০৩:৩৬ পিএম
ফ্লোরপ্রাইস প্রত্যাহারে গ্রামীণ ফোনের বড় দর পতন

ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীনফোনের ফ্লোর প্রত্যাহারের পর লেনদেনের প্রথম দিনেই দর পতন হয়েছে। রবিবার (০৩ মার্চ) কোম্পানিটির শেয়ারের দর ৮ দশমিক ৭২ শতাংশ কমেছে।

রোববার (০৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন গ্রামীনফোনের লেনদেন শুরু হয় ২৮৬ টাকা ৬০ পয়সায় এবং লেনদেন শেষ হয়েছে ২৬১ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দর ২৫ টাকা কমেছে।

উল্লেখ, আজ রোববার থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মোতাবেক কোম্পানিটির শেয়ারের উপর থেকে ফ্লোর উঠিয়ে নেয়া হয়। বিএসইসির নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) কোম্পানিটির রেকর্ড পরবর্তী প্রথম কার্যদিবস থেকে কোম্পানিটির শেয়ারে ফ্লোরপ্রাইস উঠিয়ে নিতে বলা হয়।

সমাপ্ত হিসাববছরে গ্রামীণফোন বিনিয়োগকারীদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এমটিআই

Wordbridge School
Link copied!