• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বেক্সিমকো ফার্মার নতুন এমডি ইকবাল আহমেদ 


নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০২৪, ০৪:৩৭ পিএম
বেক্সিমকো ফার্মার নতুন এমডি ইকবাল আহমেদ 

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে। কোম্পানির বর্তমান পরিচালক ইকবাল আহমেদকে এমডি নিয়োগ করা হয়েছে।

সোমবার (০৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ইকবাল আহমেদ আগামী চার বছর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।

কোম্পানির দীর্ঘ দিনের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসানকে সরকার ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী নিয়োগ করায় তিনি গত মাসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। 

আইন অনসারে, কোনো মন্ত্রী লাভজনক অন্য কোনো পদে থাকতে পারেন না। তাই নাজমুল হাসানকে বেক্সিমকোর দায়িত্ব ছাড়তে হয়।

এআর

Wordbridge School
Link copied!