• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

৮ দিনে রেমিট্যান্স এলো ৫ হাজার ৬০০ কোটি টাকা 


নিজস্ব প্রতিবেদক মার্চ ১০, ২০২৪, ০৬:৪৮ পিএম
৮ দিনে রেমিট্যান্স এলো ৫ হাজার ৬০০ কোটি টাকা 

ঢাকা: রমজান শুরুর আগে মার্চের প্রথম আট দিনে দেশে রেমিট্যান্স এলো ৫১ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় পাঁচ হাজার ৬১৬ কোটি ৩৬ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)। সে হিসাবে প্রতিদিন এসেছে ছয় কোটি ৪১ লাখ ১৩ হাজার ৭৫০ ডলার। 

রোববার (১০ মার্চ) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।  

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পাঁচ কোটি ২৪ লাখ ২০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৭ লাখ ২০ হাজার ডলার।

একই সময়ে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসা প্রবাসী আয়ের পরিমাণ ৪৪ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার। ১৭ লাখ ৬০ হাজার ডলার এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগের মাস ফেব্রুয়ারিতে গড়ে প্রতি দিন সাত কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ১৪৩ ডলার দেশে আসে। আগের বছরের মার্চ মাসে প্রতি দিন প্রবাসী আয় এসেছিল ছয় কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৬৬৬ ডলার। সে হিসাবে মার্চের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ের গতি কমেছে।  

তবে রোজার শুরু থেকে ঈদ পর্যন্ত প্রবাসী আয় বাড়বে বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা।

আইএ

Wordbridge School
Link copied!