• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মধ্যরাতে কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের অভিযান


নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২৪, ০১:০৬ পিএম
মধ্যরাতে কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের অভিযান

ঢাকা : নিত্যপণ্যের দাম নিয়ে মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১০ মার্চ) মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে এমনই সব অনিয়ম পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সপ্তাহের ব্যবধানে প্রায় ২০ টাকা বৃদ্ধি পেয়ে গোল বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ আর লম্বা বেগুন ৪০ থেকে ৪৫ টাকায়। লেবু প্রতি হালি ৬০ থেকে ৮০ টাকা আর শশা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়। অভিযানের সময় কোনো দোকানেই মূল্য তালিকা ও রশিদ পাওয়া যায়নি। তবে কয়েকজন সবজি ব্যবসায়ীর বেচাকেনার সময় দামের তারতম্য পেলেও তাদেরকে জরিমানা না করে সর্তক করে দেয়া হয়েছে।

রমজান উপলক্ষে, এখন থেকে দিনের পাশাপাশি রাতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

এমটিআই

Wordbridge School
Link copied!