ঢাকা : এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা শোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার কমে ২০ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলারের নিচে নেমে গেছে।
গত বৃহস্পতিবার আকুর দেনা বাবদ ১২৯ কোটি ডলার সমন্বয় করা হয়েছে। ফলে রোববার নিট রিজার্ভ কমে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৯৯৯ কোটি ডলার। এর আগে গত বৃহস্পতিবার নিট রিজার্ভ ছিল ২ হাজার ১১৫ কোটি ডলার। আগেও রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল।
সূত্র জানায়, বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক ডলার ধার করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বাড়িয়েছিল। মূলত আকুর দেনা শোধের জন্য রিজার্ভ বাড়ানো হয়েছিল। দেনা সমন্বয় করার আগে গত বৃহস্পতিবার গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৬৩৪ কোটি ডলার। গত জানুয়ারি-ফেব্রুয়ারি এই দুই মাসের আকুর দেনা সমন্বয় করার পর গ্রস রিজার্ভ কমে ২ হাজার ৫২৩ কোটি ডলারে নেমে এসেছে।
একই সঙ্গে নিট রিজার্ভও কমেছে। গত বৃহস্পতিবার নিট রিজার্ভ ছিল ২ হাজার ১১৫ কোটি ডলার। রোববার তা কমে ১ হাজার ৯৯৯ কোটি ডলারে নেমে এসেছে।
তবে আজই রিজার্ভ আবার ২০ বিলিয়ন ডলার অতিক্রম করবে। কারণ আজ সোমবার আন্তর্জাতিক বাজার খুলবে। ফলে রপ্তানি আয় ও রেমিট্যান্স বাবদ বেশ কিছু ডলার যোগ হবে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো থেকেও কিছু ডলার কিনবে কেন্দ্রীয় ব্যাংক।
ফলে রিজার্ভ আবার বেড়ে ২০ বিলিয়ন ডলার অতিক্রম করবে। তবে বিভিন্ন ব্যাংক থেকে ধার করা প্রায় ৬৫০ কোটি ডলার অচিরেই পরিশোধ করতে হবে। এতে রিজার্ভ আবার কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, রোজার কারণে গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আকুর সদস্য দেশগুলো থেকে বাংলাদেশের পণ্য আমদানি বেড়েছে। বিশেষ করে ভারত থেকে পণ্য আমদানি বেশি বেড়েছে। এতে আকুর দায়ও ২ কোটি ডলার বেশি পরিশোধ করতে হয়েছে। গত নভেম্বর-ডিসেম্বরে আকুর দেনা বাবদ শোধ করা হয়েছিল ১২৭ কোটি ডলার।
এমটিআই