• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

মাহে রমজানে বীমা অফিসের নতুন সময়সূচি


নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২৪, ০৪:৩৩ পিএম
মাহে রমজানে বীমা অফিসের নতুন সময়সূচি

ঢাকা: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সঙ্গতি রেখে পবিত্র রমজান মাসে দেশের সকল বীমা অফিসের জন্য নতুন সময়-সূচি নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী বীমা অফিসগুলো চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বিরতি থাকবে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত।

রোববার (১০ মার্চ) কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) সুবীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সরকারি বেসরকারি সব লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে এ তথ্য জানিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । 

চিঠিতে বলা হয়েছে, এ আদেশ ১ রমজান ১৪৪৫ হিজরি হতে কার্যকর হবে এবং পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিস সময়-সূচির পূর্বাবস্থা বলবৎ হবে। পবিত্র রমজান মাসে বর্ণিত অফিস সময়-সূচি যথাযথভাবে পরিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এআর

Wordbridge School
Link copied!