• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ব্যাংকিং খাতে প্রথম একীভূত হচ্ছে এক্সিম ও পদ্মা ব্যাংক 


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৪, ২০২৪, ০২:৪৭ পিএম
ব্যাংকিং খাতে প্রথম একীভূত হচ্ছে এক্সিম ও পদ্মা ব্যাংক 

ঢাকা: শ‌রীয়াহভি‌ত্তিক বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। এটি হতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে ব্যাংকিং খাতের প্রথম একিভূতিকরণ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এক্সিম ব্যাংকের এক পরিচালক নাম প্রকাশ না করা শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আপাতত বেসরকারি পদ্মা ব্যাংককে আমাদের ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। একীভূতকরণ প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে আগামী সপ্তাহের শুরুতে ব্যাংক দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের 'ব্যাংকস হেলথ ইনডেক্স (বিএইচআই) অ্যান্ড হিট ম্যাপ' প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, পদ্মা ব্যাংক রেড জোনে আছে এবং এক্সিম ব্যাংক ইয়েলো জোনে আছে।

উল্লেখ, শিগগিরই এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!