• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড


নিজস্ব প্রতিবেদক মার্চ ২১, ২০২৪, ০৮:১০ পিএম
দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

ঢাকা: দেশের বাজারে সোনার দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা।  বৃহস্প‌তিবার (২১ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। 

ঘোষণা অনুযায়ী প্রতি ভরিতে দাম বাড়লো সর্বোচ্চ ২ হাজার ৯১৬ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হলো এক লাখ ১৪ হাজার ৭৪ টাকা। এটা এযাবৎকা‌লের সর্বোচ্চ দাম।

আগামীকাল শুক্রবার (২২ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৯ মার্চ দেশের বাজারে সোনার দাম কমানো হয়। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে এক লাখ ১১ হাজার ১৫৮ টাকা করা হয়।

তারও আগে গত ৭ মার্চ ভালো মানের এক ভরি সোনার দাম এক লাখ ১২ হাজার ৯০৮ টাকা নির্ধারণ করা হয়। তখন অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়।

আইএ

Wordbridge School
Link copied!