• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

১৫৫ মেগাওয়াটের ২ প্ল্যান্টের উৎপাদন বন্ধ খুলনা পাওয়ারের


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০২৪, ০২:০৩ পিএম
১৫৫ মেগাওয়াটের ২ প্ল্যান্টের উৎপাদন বন্ধ খুলনা পাওয়ারের

ঢাকা: দেশের শেয়ারবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) দুইটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন রোববার (২৪ মার্চ) থেকে বন্ধ হয়ে গেছে। 

বিদ্যুৎকেন্দ্র দুটি হলো খুলনার কেপিসি ইউনিট-২ এর ১১৫ মেগাওয়াট প্ল্যান্ট ও যশোরের নওয়াপাড়া কেপিসি ৪০ মেগাওয়াট প্ল্যান্ট।

রোববার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ এর ভিত্তিতে দুই বছরের জন্য কেন্দ্র দুইটি থেকে সরকারের বিদ্যুৎ কেনার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এর ফলে কোম্পানির দুইটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ২৪ মার্চ থেকে বন্ধ রয়েছে।

এর আগে ২০২২ সালের ২৪ মার্চ কোম্পানিকে দুই বছরের জন্য বিদ্যুৎ উৎপাদনের সম্মতি দিয়েছিলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

কোম্পানি জানায়, উৎপাদনের মেয়াদ নতুন করে বাড়াতে ইতোমধ্যে বিপিডিবির কাছে আবেদন করেছে কেপিসিএল। বিষয়টি মৌখিকভাবে উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!