• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

এস্কয়ার নিটের সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগের অনুমোদন পেয়েছে


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৭, ২০২৪, ১১:১৫ এএম
এস্কয়ার নিটের সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগের অনুমোদন পেয়েছে

ঢাকা : শেয়ারবাজারে তালিকাভুক্ত এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি সহযোগী প্রতিষ্ঠান এল’এস্কয়ারে বিনিয়োগের জন্য পরিচালনা পর্ষদের অনুমোদন পেয়েছে। ২০ মার্চ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগের অনুমোদন দেয়া হয়।

বুধবার (২৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি এল এস্কয়ার লিমিটেড নামে সহযোগী প্রতিষ্ঠানে ৫ কোটি টাকা বিনিয়োগ করবে। তবে এই বিনিয়োগ করা হবে এস্কয়ার আইসিএল অ্যাপেয়ারেল ফান্ডে (ইম্প্রেস ক্যাপিটাল লিমিটেডে) যে বিনিয়োগ ছিল তার থেকে। সেখানে প্রতিষ্ঠানটির ১০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

এর মাধ্যমে এস্কয়ার নিট কম্পোজিটের আসন্ন রপ্তানির সুযোগ পূরণ হবে এবং কোম্পানির আয় এবং লভ্যাংশ সুরক্ষিত হবে বলে মনে করে কোম্পানি কর্তৃপক্ষ।

এমটিআই

Wordbridge School
Link copied!