• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নাভানা ফার্মার ১৫০ কোটি টাকার বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৪, ১২:৩৭ পিএম
নাভানা ফার্মার ১৫০ কোটি টাকার বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনর (বিএসইসি)। কোম্পানিটির ব্যাংক ঋণ পরিশোধের জন্য এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে নাভানা ফার্মার বন্ড ইস্যু করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে এক লাখ টাকা। বন্ডটির কুপন রেট হবে ৮ থেকে ১০ শতাংশ।

নাভানা ফার্মার বন্ডের ট্রাস্টির দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড এ বন্ডের অ্যারেঞ্জারের দায়িত্বে থাকবে। এছাড়াও বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড বা এটিবি প্লাটফর্মে লেনদেন হবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

এআর

Wordbridge School
Link copied!