• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ব্র্যাক ব্যাংকের এমডি‍‍`র শেয়ার বিক্রির ঘোষণা


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ১৬, ২০২৪, ০৪:৩০ পিএম
ব্র্যাক ব্যাংকের এমডি‍‍`র শেয়ার বিক্রির ঘোষণা

ঢাকা: শেয়ারবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা ফরহাদ হুসাইন শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইওর হাতে থাকা কোম্পানিটির ৪ লাখ ৯৫ হাজার ২৩টি শেয়ারের মধ্যে ৪ লাখ ৮৫ হাজার ২৩টি শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে বিদ্যমান বাজার দরে শেয়ার বিক্রি সম্পন্ন করবেন তিনি।

২০০৭ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া ব্র্যাক ব্যাংক পিএলসির মোট শেয়ারের ৪৬ দশমিক ২৪ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে। বর্তমানে ব্যাংকটি পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!