• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

২০৬৫ টাকা বেড়ে ৮৪০ টাকা কমলো স্বর্ণের দাম


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ২০, ২০২৪, ০৪:২০ পিএম
২০৬৫ টাকা বেড়ে ৮৪০ টাকা কমলো স্বর্ণের দাম

ঢাকা: দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। শনিবার (২০ এপ্রিল) জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দাম কমানোর ঘোষণা দেয়। 

ঘোষণা অনুযায়ী প্রতি ভরিতে ৮৪০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

এর আগে গত ১৮ এপ্রিল ২ হাজার ৬৫ টাকা দাম বাড়ানো হয়। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয় ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। দেশের বাজারে এটাই ছিলো সোনার সর্বোচ্চ দাম। তার আগে সবশেষ দাম ছিল ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কিছুটা কমার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা।

আইএ

Wordbridge School
Link copied!