• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

পদ্মা ও এক্সিম ব্যাংকের সম্পদ ও দায় মূল্যায়ন করবে ‍‍‘রহমান রহমান হক‍‍’


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২১, ২০২৪, ০২:৫৬ পিএম
পদ্মা ও এক্সিম ব্যাংকের সম্পদ ও দায় মূল্যায়ন করবে ‍‍‘রহমান রহমান হক‍‍’

ঢাকা: দেশে প্রথম একীভূত হওয়া এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের সম্পদ ও দায় মূল্যায়নে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রহমান রহমান হক আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ব্যাংক দুটির আর্থিক অবস্থা মূল্যায়ন করে চূড়ান্ত প্রতিবেদন দেবে।

বেসরকারি খাতের এই দুই ব্যাংক একীভূত হতে গত মাসে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। দুটি ব্যাংকেরই সম্পদ মূল্যায়নের দায়িত্ব পেয়েছে নিরীক্ষা প্রতিষ্ঠান ‘রহমান রহমান হক’।

রোববার (২১ এপ্রিল) এক্সিম ব্যাংকে নিরীক্ষার কাজ শুরু করে। অন্যদিকে পদ্মা ব্যাংকে গত সপ্তাহেই সম্পদ ও দায় মূল্যায়নের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

ব্যাংক খাতের নানা সমস্যা সমাধানে গত ফেব্রুয়ারি মাসে একটি পথনকশা অনুমোদন করে কেন্দ্রীয় ব্যাংক। ওই পথনকশার অন্যতম বিষয় ছিল ব্যাংক একীভূত করা।

সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়ার পর এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদ একে অপরের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর গত ১৮ মার্চ ব্যাংক দুটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

একীভূত হওয়া সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের সম্প্রতি জারি করা নীতিমালা অনুযায়ী, সমঝোতা স্মারক স্বাক্ষর একীভূতকরণ হওয়ার প্রথম ধাপ। একীভূত হওয়ার আগে উভয় প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের মূল্যায়ন করতে হবে। নিরীক্ষক নিয়োগ ও এই কাজের খরচ দেবে কেন্দ্রীয় ব্যাংক।

রহমান রহমান হক আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ব্যাংক দুটির আর্থিক অবস্থা মূল্যায়ন করে চূড়ান্ত প্রতিবেদন দেবে। সম্পদ মূল্যায়নের পর দুই ব্যাংক সব বিষয়ে একমত হলে পরের ধাপে এগিয়ে যাবে। নিজেরা একমত হতে না পারলে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে বাংলাদেশ ব্যাংক।

দায়িত্ব পাওয়ার পর নিরীক্ষা প্রতিষ্ঠানটি এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে। বাংলাদেশ ব্যাংক থেকেও নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ে ব্যাংক দুটিকে চিঠি দেওয়া হয়। বিশ্বের অন্যতম বড় নিরীক্ষা প্রতিষ্ঠান কেপিএমজির বাংলাদেশি প্রতিনিধি প্রতিষ্ঠান রহমান রহমান হক।

এআর

Wordbridge School
Link copied!