ঢাকা: দেশের বাজারে সোনার দাম কমলো। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ নির্দেশনা অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ১৩৮ টাকা কমানো হয়েছে।
এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
এর আগে রোববার ৬৩০ টাকা বাড়িয়ে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়। তারx আগে শনিবার প্রতি ভরিতে ৮৪০ টাকা কমানো হয় স্বর্ণের দাম।
আইএ
আপনার মতামত লিখুন :