• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রানারের তৃতীয় প্রান্তিক প্রকাশ, কমেছে মুনাফা 


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৪, ১২:৩৫ পিএম
রানারের তৃতীয় প্রান্তিক প্রকাশ, কমেছে মুনাফা 

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

রানারের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ রানার অটোমোবাইলসের সমন্বিত ‌শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৪১ পয়সা লোকসান ছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ রানারের সমন্বিত ‌শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৫৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ৪ টাকা ৩১ পয়সা লোকসান ছিল।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমন্বিতভাবে রানারের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৯ টাকা ০৬ পয়সা।

এআর

Wordbridge School
Link copied!