ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না। তাই এই শেয়ারদর বৃদ্ধির আড়ালে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি।
মঙ্গলবার (১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
মঙ্গলবার ১২.৩০ মিনিট পর্যন্ত ২.৯৭ শতাংশ কমে অবস্থান করছে ৭৩.৩০ টাকায়।
এএইচ/আইএ