• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

৮০ লাখ টাকা অতিরিক্ত ম্যানেজমেন্ট ব্যয় ফনিক্স ইন্স্যুরেন্সের


নিজস্ব প্রতিবেদক জুন ৪, ২০২৪, ১১:৫৯ এএম
৮০ লাখ টাকা অতিরিক্ত ম্যানেজমেন্ট ব্যয় ফনিক্স ইন্স্যুরেন্সের

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফনিক্স ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা অমান্য করে নির্ধারিত সীমার থেকে ৮০ লাখ টাকা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা ব্যয় বেশি করেছে। 

কোম্পানিটির ২০২৩ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক এই তথ্য জানিয়েছেন।

নিরীক্ষক জানিয়েছেন, ফনিক্স ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ আইডিআরএর এসআরও নং ২৮০-ল/২০১৮তে বর্ণিত সীমা অনুযায়ি, ম্যানেজমেন্ট ব্যয় ২২ কোটি ৩৩ লাখ টাকা করতে পারত। কিন্তু তারা করেছে ২৩ কোটি ১৩ লাখ টাকা। যা বেধেঁ দেওয়া সীমার থেকে ৮০ লাখ টাকা অতিরিক্ত।

এদিকে কোম্পানিটিতে ৫ কোটি ৯১ লাখ টাকার গ্র্যাচ্যুইটি সঞ্চিতি কম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফনিক্স ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০ কোটি ৩৪ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬১.৮৩ শতাংশ।

এআর

Wordbridge School
Link copied!