• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বাজেটের ১৪.২৪ শতাংশ যাবে ঋণের সুদ দিতে


নিজস্ব প্রতিবেদক:  জুন ৬, ২০২৪, ০১:১৫ পিএম
বাজেটের ১৪.২৪ শতাংশ যাবে ঋণের সুদ দিতে

ঢাকা: ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন হতে যাচ্ছে বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে।জাতীয় সংসদে স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেটের মূল স্লোগান হতে যাচ্ছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার।

এবারের বাজেটে ঘাটতির অর্থের জোগান দিতে শুধু বিদেশি ঋণ নয়, দেশের অভ্যন্তর থেকেও বড় অঙ্কের ঋণ নিতে হচ্ছে। দিন দিন বাড়ছে ঋণ পরিশোধের চাপ। ফলে অর্থনীতিতে চোখ রাঙাচ্ছে সরকারের দায়-দেনা। এর সঙ্গে ডলার সংকট ও ডলারের বাড়তি দাম ঋণ পরিশোধের ক্ষেত্রে আরও বেশি চাপ সৃষ্টি করছে। এমন অবস্থায় সুদ পরিশোধের জন্য বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখতে হচ্ছে সরকারকে।

৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেটে দেশি-বিদেশি ঋণের সুদ পরিশোধের জন্য এক লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখছে সরকার। যা মোট বাজেটের ১৪.২৪ শতাংশ।

চলতি ২০২৩-২৪ অর্থবছরে সুদ পরিশোধে বরাদ্দ ছিল ৯৪ হাজার ৩৮৬ কোটি টাকা। তবে, ডলারের দাম ও সুদের হার বাড়ায় সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়িয়ে ঋণের সুদের জন্য এক লাখ ৫৩০০ কোটি টাকা রেখেছে সরকার। 

আইএ

Wordbridge School
Link copied!