• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

লি‌ন্ডে বাংলা‌দেশ: কমেছে মুনাফা, বেড়েছে লভ্যাংশ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৪, ১১:২৪ এএম
লি‌ন্ডে বাংলা‌দেশ: কমেছে মুনাফা, বেড়েছে লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের মুনাফা কম‌লেও রেকর্ড ১৫৪০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।

লভ্যাংশ ঘোষণার পাশাপাশি ৩১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন অনুমোদন করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৯ জুলাই। ৩১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৬৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫০ টাকা ৯৯ পয়সা। গত ৩১ অক্টোম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭২ টাকা ৯২ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) লিন্ডে বাংলাদেশের বিক্রি বাবদ আয় হয়েছে ৩৬১ কোটি ৮৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৭২ কোটি ৪১ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৮ কোটি ৫৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৪ কোটি ২৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩১ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৮ টাকা ৭৮ পয়সা।

২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে লিন্ডে বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৮ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮০ টাকা ৫৫ পয়সায়। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে প্রায় ২৮ শতাংশ।

লিন্ডে বাংলাদেশ ১৯৭৬ সালে বাংলাদেশ অক্সিজেন কোম্পানি নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

আইএ

Wordbridge School
Link copied!