• ঢাকা
  • শনিবার, ২৯ জুন, ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
সমঝোতা স্মারক স্বাক্ষরিত

তিন বন্দর ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে এডি পোর্টস ও সাইফ পাওয়ারটেক


নিজস্ব প্রতিবেদক জুন ২৬, ২০২৪, ০৭:১২ পিএম
তিন বন্দর ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে এডি পোর্টস ও সাইফ পাওয়ারটেক

ঢাকা: বাংলাদেশের তিন বন্দর- চট্টগ্রাম, মংলা ও ঢাকায় বন্দর কন্টেইনার ডিপো এবং লজিস্টিক সুবিধার উন্নয়নে একসঙ্গে কাজ করতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এডি পোর্টস গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড।

প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে বিদেশে শিপিং ও লজিস্টিকস খাতের কোম্পানির সঙ্গে এটাই প্রথম কোন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর। বুধবার ( ২৬ জুন) আবুধাবীতে কোম্পানি দু’টির শীর্ষ কর্তারা স্বাক্ষর করেন। 

সমঝোতা স্মারকের শর্তাবলীর অধীনে, উভয় পক্ষ যৌথ কার্যক্রম পরিচালনার জন্য এবং চট্টগ্রাম, মংলা ও ঢাকায় বন্দর, কন্টেইনার ডিপো এবং লজিস্টিক সুবিধাগুলির উন্নয়নে একসঙ্গে কাজ করবে। 
উভয় পক্ষই দক্ষতা, অধ্যয়ন, কৌশল, প্রযুক্তিগত সহায়তা এবং যৌথ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করবে।

এমওইউতে স্বাক্ষর করেন এডি পোর্টস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ জুমা আল শামিসি এবং সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন।

বুধবার এক বিবৃতে এ তথ্য জানিয়েছে আবুধাবি বন্দর কর্তৃপক্ষ এডি পোর্টস গ্রুপ। 

এসময়ে ক্যাপ্টেন মোহাম্মদ জুমা আল শামিসি বলেছেন: ‘এই সহযোগিতা বিশ্বব্যাপী নতুন সুযোগ আনলক করার জন্য আমাদের চলমান প্রতিশ্রুতিকে তুলে ধরে। সাইফ পাওয়ারটেকের সাথে কাজ করা আমাদের জন্য একটি বৃহত্তর প্ল্যাটফর্ম প্রদান করবে যাতে আমাদের বিশ্বমানের সেবা এবং বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে অভিজ্ঞতা প্রদান করা যায়।’

তিনি আরও বলেন, ‘এই সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ায় গ্রুপের উপস্থিতিকে আরও বৃদ্ধি করে কারণ আমরা আমাদের বিজ্ঞ নেতৃত্বের দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতি রেখে বছরের পর বছর ধরে যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছি এবং বিকাশ অব্যাহত রাখছি।’

সাইফ পাওয়ারটেকের তরফদার মোঃ রুহুল আমিন বলেন: ‘আজ আমাদের জন্য আরেকটি গর্বের দিন কারণ আমরা এডি পোর্টস গ্রুপের সাথে আমাদের চলমান অংশীদারিত্ব অব্যাহত রাখছি, যা আমাদের বাংলাদেশে বড় প্রকল্পে একসঙ্গে কাজ করতে পরিচালিত করতে পারে। এই সমঝোতা স্মারকটি সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং এডি পোর্টস গ্রুপের মধ্যে সম্পর্কের শক্তির আরেকটি সূচক এবং আমরা আগামী অনেক বছর ধরে সহযোগিতা করার জন্য উন্মুখ।’ 

‘এডি পোর্টস গ্রুপ আমাদের শিল্পের ক্ষেত্রে প্রচুর অভিজ্ঞতা এবং জ্ঞানের ভাণ্ডার নিয়ে আসে, তাই বাংলাদেশ এবং এর প্রতিবেশী দেশগুলিতে আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তাদের সাথে দলবদ্ধ হওয়া আমাদের জন্য সম্পূর্ণ অর্থবহ’ বলে তিনি উল্লেখ করেন। 

এর আগে ২০২২ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বিদেশে শিপিং ও লজিস্টিকস খাতে ব্যবসা শুরু করতে সংযুক্ত আরব আমিরাতের সাফিন ফিডার কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরকরে সাইফ পাওয়ারটেক। এর ফলে আটটি জাহাজ পরিচালনা করার সুযোগ পায় সাইফ পাওয়ারটেক ।

চট্টগ্রাম বন্দরের প্রায় ৫৮ শতাংশ কনটেইনার হ্যান্ডেল করে দেশের একমাত্র টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক। কোম্পানিটি মোংলা ও পানগাঁও বন্দরেও কনটেইনার হ্যান্ডেল করে।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!