ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক সহায়ক প্রতিষ্ঠান হিসেবে একটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে যমুনা ব্যাংক পিএলসি।
রোববার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির পরিচালনা পর্ষদ নীতিগতভাবে এ সম্পূর্ণ মালিকানাধীন এ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সংক্রান্ত সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ সহায়ক প্রতিষ্ঠান বাস্তবায়নের সিদ্ধান্ত কার্যকর হবে।
এমটিআই