• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

শেয়ারবাজারে লেনদেন ছাড়ালো ৯০৮ কোটি


নিজস্ব প্রতিবেদক জুলাই ৭, ২০২৪, ০৫:০২ পিএম
শেয়ারবাজারে লেনদেন ছাড়ালো ৯০৮ কোটি

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৭ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। বেড়েছে ৩০৫ কোম্পানির শেয়ারের দর। সেইসাথে লেনদেন ছাড়িয়েছে ৯০৮ কোটি টাকা।

রোববার (০৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬১ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৫৫৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৩ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আলোচিত সময়ে ডিএসইতে ৯০৮ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৭০ কোটি ৭০ লাখ ৫৯ হাজার টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০৫ টি কোম্পানির, বিপরীতে ৬৯ কোম্পানির দর কমেছে। আর ২৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এআর

Wordbridge School
Link copied!