• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

‘অযাচিত হস্তক্ষেপের’ প্রতিবাদে ব্যাংকারদের অবস্থান কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক জুলাই ১১, ২০২৪, ০৫:৪১ পিএম
‘অযাচিত হস্তক্ষেপের’ প্রতিবাদে ব্যাংকারদের অবস্থান কর্মসূচি

ঢাকা:  রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের কর্মীদের আয়কর, পদোন্নতি ও ইনসেনটিভ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ‘অযাচিত’ হস্তক্ষেপের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন করেছেন এসব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১০ জুলাই) অফিস শেষে মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক এবং বিশেষায়িত বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের কয়েকশত কর্মকর্তা-কর্মচারী।

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আককাছ আলী আকাশ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুল।

বক্তারা অনতিবিলম্বে ব্যাংকের উপর অর্থ মন্ত্রণালয়ের অযাচিত সব রকমের হস্তক্ষেপ বন্ধ এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক সুবিধা প্রদানের দাবি জানিয়ে বক্তব্যে রাখেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মরিয়ম বেগম, আশফাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা মনি, সাংগঠনিক সম্পাদক আবু সোলায়মান, সোনালী ব্যাংক ইউনিটের সভাপতি আলাউদ্দিন তুষার, সাধারণ সম্পাদক আব্দুর রায়হান।

বিডিবিএল সভাপতি- সাধারণ সম্পাদক, জনতা ব্যাংক সভাপতি- সাধারণ সম্পাদক, অগ্রণী ব্যাংক সভাপতি- সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ব্যাংকের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এআর

Wordbridge School
Link copied!