• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

এনআরবি ব্যাংকের ১২৪ শতাংশ মুনাফা বেড়েছে


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৫, ২০২৪, ০২:০৪ পিএম
এনআরবি ব্যাংকের ১২৪ শতাংশ মুনাফা বেড়েছে

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবি ব্যাংকের চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন ২০২৪) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির ব্যবসায় ১২৪ শতাংশ মুনাফা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল (০.৬৩) টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.৭৮ টাকা বা ১২৪ শতাংশ।

এদিকে কোম্পানিটির চলতি হিসাব বছরের ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন২০২৪) ইপিএস হয়েছে ০.১৩ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল (০.০৪) টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.১৭ টাকা বা ৪২৫ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৭০ টাকায়।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!