• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
অফিস করছে না গভর্নর

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নদের বের করে দিচ্ছে কর্মকর্তারা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৭, ২০২৪, ১২:৪৫ পিএম
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নদের বের করে দিচ্ছে কর্মকর্তারা

ঢাকা : বাংলাদেশ ব্যাংকের ডিজিদের (ডেপুটি গভর্নর) বের করে দিচ্ছে কর্মকর্তারা।

বুধবার (৭ আগস্ট) সকালে তারা অফিসে আসলে কর্মকর্তারা সবাই মিলে তাদের উপর হামলা করে। ইতোমধ্যে ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানকে বের করে দেওয়া হয়েছে।

কাজী ছাইদুর রহমান পদত্যাগ করে নির্বাহী পরিচালক-১ এর দায়িত্ব হস্তান্তর করেছে।

জানা গেছে,২০২০ সালের ২২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হন তিনি। ডেপুটি গভর্নর হিসেবে তিনি বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগ ছাড়াও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, ঋণ ব্যবস্থাপনা বিভাগ, দুটি ব্যাংকিং পরিদর্শন বিভাগ, মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি ও গ্রাহক পরিষেবা বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, মানবসম্পদ বিভাগ ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পালন করছেন।

এমটিআই

Wordbridge School
Link copied!