• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৩, ২০২৪, ০৭:২০ পিএম
পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

ঢাকা: সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

একই সঙ্গে তাদের পরিবারবর্গের অ্যাকাউন্ট ও মালিকানাধীন সব প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের তালিকায় থাকবে বলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছে বিএফআইইউ।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিএফআইইউ এ নির্দেশনা দিয়েছে।

একই দিন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (পিরোজপুর-২) মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ।

সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বরাবর বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রী উম্মে কুলসুম, ছেলে সাম্মাম জুনায়েদ ইফতির নামে থাকা ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের লেনদেনের যাবতীয় তথ্য আগামী সাতদিনের মধ্যে পাঠাতে হবে।

এআর

Wordbridge School
Link copied!