• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের পদত্যাগ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৯, ২০২৪, ০১:৪১ পিএম
ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের পদত্যাগ

ফাইল ছবি

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন। তবে শুধু উনি পদত্যাগ করলে হবে না, সবাইকেই করতে হবে বলে দাবি ডিএসইর সদস্যদের। অন্যথায় টানিয়ে নামানো হবে।

রবিবার (১৮ আগস্ট) তিনি মেইলে পদত্যাগ পত্র ডিএসইতে জমা দিয়েছেন।

ডিএসইর এক সিনিয়র ট্রেকহোল্ডার বলেন, নিজেই পদত্যাগ করে ভালো করেছেন ডিএসইর চেয়ারম্যান। এতে করে সম্মান নিয়ে বিদায় নিতে পেরেছেন। তবে আমরা সব স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ চাই। কেউ যদি পদত্যাগ করতে না চায়, তাহলে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হবে।

এসআই

Wordbridge School
Link copied!