Menu
ঢাকা: পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) সোমবার (১৯ আগস্ট) যোগদান করেছেন নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এলক্ষ্যে এরইমধ্যে মন্ত্রণালয়ের কাজ শেষ করার প্রক্রিয়ায় রয়েছেন। এরপরে সেখান থেকে সরাসরি বিএসইসিতে যাবেন তিনি।
সোমবার (১৯ আগস্ট) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
এর আগে রোববার (১৮ আগস্ট) রাশেদ মাকসুদকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ উপসিচব ফরিদা ইয়াসমিন সাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ, রাশেদ মাকসুদ একজন ব্যাংকার। ২৮ বছরের কর্মজীবনে বিভিন্ন ব্যাংকে কর্মরত ছিলেন। এরমধ্যে সর্বশেষ দূর্বল স্ট্যান্ডার্ড ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এর আগে এনআরবিসি ব্যাংকেও একই পদে দায়িত্ব পালন করেছেন।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT