• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

হাজার টাকার নোট বাতিলের পরিকল্পনা নেই: গভর্নর


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০২৪, ০৩:১৩ পিএম
হাজার টাকার নোট বাতিলের পরিকল্পনা নেই: গভর্নর

ঢাকা: এক হাজার টাকার নোট বা‌তিলের কোনো সিদ্ধান্ত নেই বলে সাফ জা‌নিয়ে দিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।  মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে বোর্ড মি‌টিংয়ে এক সংবাদ সম্মেলনে ‌তি‌নি এ কথা বলেন।

তি‌নি বলেন, ১০০০ টাকার নোট বা‌তিলের গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু নোট বা‌তিলের এমন কোনো সিদ্ধান্ত আপাতত নেই। 

বঙ্গবন্ধুর ছ‌বি বাদ দেওয়া ও নতুন গভর্নরের সই করা ‌নোট শিগ‌গিরই আসবে কি না, এ বিষয়ে গভর্নর বলেন, যখন টাকশালে নোট বানানোর প্রয়োজন হবে তখন নোট ছাপানো হবে, সই যাবে।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!