• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

২০ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি 


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২২, ২০২৪, ০৭:০০ পিএম
২০ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি 

ঢাকা: আগস্ট মাসের প্রথম ২০ দিনে দেশে দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৬ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়। 

খাত সংশ্লিষ্টরা বলেছেন, সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা। এতে হঠাৎ কমে যায় রেমিট্যান্সের গতি।

তবে সরকার পতনের পর সেই চিত্র পাল্টেছে। রেমিট্যান্সের পালে লেগেছে হাওয়া, বৈধপথেই আসছে হু হু করে। তথ্য মতে, আগস্টের প্রথম ২০ দিনে বৈধ পথে রেমিট্যান্স এসেছে ১৫৩ কোটি (১.৫৩ বিলিয়ন) ডলার। যা ২০২৩ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ১১২ কোটি বা ১.১২ বিলিয়ন ডলার। অর্থাৎ রেমিট্যান্স বেড়েছে ৪১ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা ছিল গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে রেমিট্যান্স কমেছে ৬৩ কোটি ২০ লাখ ডলার। জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!