Menu
ঢাকা: বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। শনিবার (২৪ আগস্ট) বিকেলে কুমিল্লা ক্যান্টনমেন্টের ৩৫ ব্যাটালিয়ন- এর কর্মকর্তাদের হাতে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
এ সময় স্বপ্নর বেশ কয়েকজন কর্মী ত্রাণসামগ্রী সেনবাহিনীর কর্মকর্তার হাতে তুলে দেন।
স্বপ্ন কর্তৃপক্ষ জানান, স্বপ্ন একটি মানবিক ব্র্যান্ড। যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা খারাপ সময় আসে তখনই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে স্বপ্ন। সেই প্রচেষ্টার অংশ হিসেবে এবার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, খাবার পানি, মুড়ি, বিস্কুট, মশার কয়েলসহ প্রয়োজনীয় বেশকিছু খাবারপণ্য স্বপ্ন’র পক্ষ থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের নিকট বুঝিয়ে দেওয়া হয়।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT