• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সোনার ভরি ১ লাখ ২৮ হাজারের কাছে


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ২৫, ২০২৪, ০৮:২৩ পিএম
সোনার ভরি ১ লাখ ২৮ হাজারের কাছে

ঢাকা: দেশের বাজারে আরেক দফায় বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৯৩৬ টাকা বাড়ানো হয়েছে। 

এতে সব থেকে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা।
এর মাধ্যমে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে সোনা।

রোববার (২৫ আগস্ট) দাম বাড়ানো ঘোষণা দেয় বাজুস।

এর আগে গত ২২ আগস্ট এক হাজার ৫০৪ টাকা বাড়িয়ে এক লাখ ২৬ হাজার ৬ টাকা নির্ধারণ করা হয়েছিলো সোনার ভরি।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হলো। আগামীকাল সোমবার (২৬ আগস্ট ) থেকে নতুন দাম কার্যকর হবে।

আইএ

Wordbridge School
Link copied!