• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

ইসলামিক ব্যবসা চালু করবে লংকাবাংলা ফাইন্যান্স


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৬, ২০২৪, ০৩:২৭ পিএম
ইসলামিক ব্যবসা চালু করবে লংকাবাংলা ফাইন্যান্স

ঢাকা: দেশের অন্যতম শীর্ষ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে কোম্পানিটি তার বিদ্যামান ব্যবসার পাশাপাশি ইসলামিক শরীয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে।

রোববার (২৫ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির ১৫৩তম পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালু করার জন্য কোম্পানির সংঘবিধি ও সংঘস্মারকের সংশ্লিষ্ট ধারায় সংশোধন আনতে হবে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। আগামী ১৪ অক্টোবর, সোমবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে এ এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর, বুধবার।

এআর

Wordbridge School
Link copied!