• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপনের রেট ঘোষণা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৬, ২০২৪, ০৩:২৯ পিএম
সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপনের রেট ঘোষণা

ঢাকা:  শেয়ারবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক সময়ের জন্য মুনাফা বা কুপন রেট ঘোষণা করা হয়েছে। ওই সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

সোমবার (২৬ আগস্ট) বন্ডটির ইস্যুকারী প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসি সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে রোববার (২৫ আগস্ট) বিকেলে ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।

তথ্য মতে, চলতি ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য বন্ডটির ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছে।

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের আকার ৪০০ কোটি টাকা। এর ইউনিট সংখ্যা ৪ হাজার। প্রতিটি ইউনিট বা লটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। গত ২০২২ সালের ২০ জুন পুঁজিবাজারে বন্ডটির লেনদেন শুরু হয়। সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টির দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

এআর

Wordbridge School
Link copied!