• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইউসিবি ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ২৭, ২০২৪, ০৭:৩৭ পিএম
ইউসিবি ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী

ঢাকা: মাত্র ১০ দিনের ব্যবধানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর চেয়ারম্যান পদে পরিবর্তন এসেছে। ইউসিবির পরিচালনা পর্ষদ ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ড. অপরূপ চৌধুরীকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ইউসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। একই সভায় এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বশির আহমেদ।

এর আগে গত ১৬ আগস্ট সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বোন রোকসানা জামান চৌধুরীকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তার আগে জাভেদের স্ত্রী রুখমিলা জামান চৌধুরী ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন।

ইউসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী ও নির্বাহী কমিটির চেয়ারম্যান বশির আহমেদ ইউসিবির নতুন চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব। তিনি দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তৃণমূল প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং কর্পোরেট অঙ্গনে সুনামের সাথে কাজ করেছেন।

ব্যাংকটির নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান বশির আহমেদ এয়ারমেট গুডি ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গুডি এক্সেসরিজ (প্রাইভেট) লিমিটেড, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড, বি অ্যান্ড বি ইলেকট্রনিক্স, বি অ্যান্ড বি ফুড অ্যান্ড বেভারেজ, বি অ্যান্ড বি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ঢাকা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, বার্ড ইন্টারন্যাশনাল মেটল এম্পোরিয়াম, পেটাল এন্টারপ্রাইজ প্রভৃতির প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করছেন।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!