Menu
ঢাকা : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ফারহানা ফারুকীকে সংস্থাটির নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হয়েছে।
কমিশনের নির্বাহী পরিচালক ও সদ্য সাবেক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের স্থলে দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিএসইসির প্রশাসন ও অর্থবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, বিএসইসির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন কমিশনের এই পরিচালক, যা তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে গণ্য হবে।এ দায়িত্ব পালনের সময় তিনি বিধি মোতাবেক ভাতা অনান্য সুযোগ–সুবিধা প্রাপ্য হবেন।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT