• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

বিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৩:১২ পিএম
বিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ

ঢাকা:  শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ফারজানা লালারুখ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরকৃত করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফারজানা লালারুখকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুসারে নিয়োগের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য বিএসইসির কমিশনার পদে নিয়োগ করা হলো। তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

উল্লেখ, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর বিএসইসির দুই কমিশনার পদত্যাগ করেন। ওই দুই পদ পূরণে পর্যায়ক্রমে নতুন দুজনকে কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। 

গত ২৮ আগস্ট সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফারজানা লালারুখ।

এআর

Wordbridge School
Link copied!