• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৪:০৯ পিএম
গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী

ঢাকা : অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়য়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ এর ধারা অনুযায়ী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ড. আবদুল হান্নান চৌধুরী তার যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদেরকে অবহিত করা হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!