ঢাকা: ইউনিয়ন ব্যাংক পিএলসির ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ হুমায়ুন কবীর।
সোমবার (২ সেপ্টেম্বর) চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমেদের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ হুমায়ুন কবীরকে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
হুমায়ুন কবীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফিন্যান্স) সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্টে তিনি অত্যন্ত সুনামের সহিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বিবিটিএ, বিআইবিএম, বিপিএটিসি, বিএমডিসিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। নবনির্বাচিত ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর ব্যাংকের সকল আমানতকারী, ব্যবসায়িক অংশীদার, স্টেকহোল্ডার, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদেরকে ব্যাংকের প্রতি আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এসএস