ঢাকা : ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড (আইএএমএল) নিজেদের প্রথম ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড, “ইনভেস্টইট গ্রোথ ফান্ড” চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। এই নতুন ফান্ডটি একটি দক্ষ বিনিয়োগ কৌশলের মাধ্যমে বিনিয়োগকারীদের আকর্ষনীয় মুনাফা প্রদানের লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে, যা গ্রোথ স্টকগুলিতে বিনিয়োগ করবে।
ইনভেস্টইট গ্রোথ ফান্ডের ট্রাস্ট ডিড সাইনিং অনুষ্ঠানটি ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট (আইএএমএল) এর নিজস্ব অফিসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যার মধ্যে আইএএমএল- এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ এমরান হাসান, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের সিইও নিমাই কুমার সাহা এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সেক্রেটারি মোঃ মিজানুর রহমান অন্তর্ভুক্ত ছিলেন।
ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট এই ফান্ডের স্পনসর এবং অ্যাসেট ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ট্রাস্টি হিসেবে কাজ করবে এবং ব্র্যাক ব্যাংক কাস্টডিয়ান হিসেবে থাকবে।
ইনভেস্টইট গ্রোথ ফান্ডের প্রাথমিক আকার ২৫ কোটি টাকা, যার মধ্যে স্পনসর ২.৫ কোটি টাকা প্রদান করবে এবং অবশিষ্ট ২২.৫ কোটি টাকা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। ভবিষ্যতে, ট্রাস্টির অনুমোদনের মাধ্যমে ফান্ডের আকার বৃদ্ধি করা যেতে পারে।
ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও মোহাম্মদ এমরান হাসান বলেন, এটি আমার ক্যারিয়ারের ষষ্ঠ মিউচুয়াল ফান্ড, তবে এটি ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রথম ফান্ড। আমরা চাই এই ফান্ডটি আমাদের কোম্পানির একটি আকর্ষণীয় ফান্ড হয়ে উঠুক বিনিয়োগকারীদের কাছে। সততা এবং নিখুঁত গবেষণা হবে আমাদের মূলশক্তি, যার মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বিনিয়োগকারীদের ঝুকি নিয়ন্ত্রণে রেখে উৎকৃষ্ট মুনাফা প্রদান করার।
এমটিআই