• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
অর্থ উপদেষ্টা

ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরেছে, অনেক লুটপাটকারী ধরা হয়েছে 


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৩:০৭ পিএম
ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরেছে, অনেক লুটপাটকারী ধরা হয়েছে 

ঢাকা: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরে এসেছে। অনেক লুটপাটকারী ধরা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

এসময় ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পাচারকৃত অর্থ উদ্ধারে টাস্কফোর্স গঠন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, খুব শিগগিরই অর্থ উদ্ধার প্রক্রিয়া দৃশ্যমান হবে।

উপদেষ্টা বলেন, পাচার কৃত অর্থ উদ্ধারে একটি ঘটনায় ১৬ বছর লেগেছে। তবে এখন বেশি সময় লাগবে না। এ নিয়ে সরকার কাজ করছে। 

তিনি আরও বলেন, ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরে এসেছে। অনেক লুটপাটকারী ধরা হয়েছে। 

আইএ

Wordbridge School
Link copied!