• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংকের আর্থিক সহায়তা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৫:০০ পিএম
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংকের আর্থিক সহায়তা

ঢাকা: বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে আর্থিক সহযোগীতা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। শনিবার (৭ সেপ্টেম্বর) নোয়াখালী জেলার চৌমুহনী এলাকায় ব্যাংকের চৌমুহনী শাখার উদ্যোগে ওই এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনে আর্থিক সহযোগীতা তুলে দেয়া হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোঃ জাফর ছাদেক, এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের চৌমুহনী শাখা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে আর্থিক অনুদান হিসেবে নগদ অর্থ প্রদান করেন।

এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং ৬ শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর চৌমুহনী শাখার ব্যবস্থাপক আবদুল হান্নান, বক্সিরহাট শাখার ব্যবস্থাপক মাসুদুর রহমান, চৌমুহনী শাখার বিনিয়োগ ইনচার্জ শাহাদাত হোসেন, চৌমুহনী এবং বক্সিরহাট শাখার কর্মকর্তাবৃন্দ-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এসএস

Wordbridge School
Link copied!