• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিএফআই ও ধানমন্ডি সিকিউরিটিজের পর্ষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৫:৪১ পিএম
পিএফআই ও ধানমন্ডি সিকিউরিটিজের পর্ষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা: শেয়ারবাজারের সদস্যভুক্ত দুই ব্রোকারেজ হাউজের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশমন (বিএসইসি)। 

একইসঙ্গে ব্রোকারেজ হাউজ দুটির পরিচালকদের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন বন্ধ এবং সকল বিও হিসাব অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রোকারেজ দুটি হলো, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড ও ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেড।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাতিত্বে অনুষ্ঠিত ৯২০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসই‘র পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পিএফআই সিকিউরিটিজের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কনসোলিডেটেড কাস্টমারস অ্যামাউন্টের ঘাটতি পূরণের জন্য পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের সময় বৃদ্ধির আবেদন নামঞ্জুর করা হয়। একইসঙ্গে ২০২২ সালের ২২ মার্চ তারিখে ইস্যুকৃত কমিশনের নির্দেশনায় (বিএইসি/এসক্সারআই/সিসিএ/ডিএসই/২০২১/৯১০) উল্লেখিত সকল শর্ত পুনরায় আরোপ করা হয়। এছাড়া, পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক/সিইও’র সকল ব্যাংক হিসাবের অর্থ উত্তোলন বন্ধ করার জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) পত্র প্রেরণ, উক্ত ব্যক্তিবর্গের সকল বিও হিসাব অবরুদ্ধ করার জন্য সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডকে নির্দেশনা প্রদান এবং আলোচ্য স্টক ব্রোকার কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক/সিইও’র দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের জন্য পুলিশের বিশেষ শাখা বরাবর অনুরোধপত্র প্রেরণ করা হবে।

ধানমন্ডি সিকিউরিটিজের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনসোলিডেটেড কাস্টমারস অ্যামাউন্টের ঘাটতি পূরণের জন্য ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেডের সময় বৃদ্ধির আবেদন নামঞ্জুর করা হয়। একইসঙ্গে ২০২২ সালের ২২ মার্চ তারিখে ইস্যুকৃত কমিশনের নির্দেশনায় (বিএইসি/এসক্সারআই/সিসিএ/ডিএসই/২০২১/৯১০) উল্লেখিত সকল শর্ত পুনরায় আরোপ করা হয়। এছাড়া, ধানমন্ডি সিকিউরিটজ লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক/সিইও’র সকল ব্যাংক হিসাবের উত্তোলন বন্ধ করার জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াস ইংলালিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) পত্র প্রেরণ, উক্ত ব্যক্তিবর্গের সকল বিও হিসাব অবরুদ্ধ করার জন্য সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডকে নির্দেশনা প্রদান এবং আলোচ্য স্টক ব্রোকার কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক/সিইও’র দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের জন্য পুলিশের বিশেষ শাখা বরাবর অনুরোধপত্র প্রেরণ করা হবে।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!