• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

এজেন্ট ব্যাংকিংয়ে গড়ে লেনদেন প্রবাহ বাড়ছে


আদালত প্রতিবেদক সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০২:৫৪ পিএম
এজেন্ট ব্যাংকিংয়ে গড়ে লেনদেন প্রবাহ বাড়ছে

ঢাকা : দেশে জনপ্রিয়তা বাড়ছে এজেন্ট ব্যাংকিংয়ে। এজেন্ট ব্যাংকিংয়ে দিনে ২ হাজার ১৫৯ কোটি ১৭ লাখ টাকা লেনদেন হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন বলছে, চলতি বছরের জুলাই মাসে এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ৬৪ হাজার ৭৭৫ কোটি টাকা। এর আগের মাসে লেনদেন হয়েছিলো ৭৩ হাজার ১২৮ কোটি টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেন কমেছে ৮ হাজার ৩৫৩ কোটি টাকা বা ১১ দশমিক ৪২ শতাংশ।

দেশের ব্যাংক খাতে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয় ২০১৪ সালে। যাত্রা শুরুর মাত্র ১১ বছরে এই সেবার একাউন্ট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৩১ লাখ ৯১ হাজার ৫০৩টি। গত জুলাই মাস শেষে দেশব্যাপী পাড়া-মহল্লা ও হাটবাজারে এ রকম এজেন্টের সংখ্যা দাঁড়ায় ১৬ হাজারের বেশি। আর এজেন্ট ব্যাংকিং আউটলেট বেড়ে হয় ২১ হাজার ৩৬৬টি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একই সময় এজেন্ট ব্যাংকিং হিসাবে রাখা আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫৪৩ কোটি টাকা। এর আগের মাসের চেয়ে যার পরিমাণ ১ হাজার ২৩৮ কোটি টাকা বা ৩ দশমিক ২০ শতাংশ কম।

এমটিআই

Wordbridge School
Link copied!